Blogger Tricks

Tuesday, January 26, 2016

১২ বছর বয়সী মেয়ের কানের ভিতর পিঁপড়ার বাসা!


ভারতের আহমেদাবাদে বাঁশকণ্ঠ শহরের দিশা এলাকায় একটি ১২ বছর বয়সী বালিকা শ্রেয়া দর্জির কানকে নিজেদের বাসা বানিয়ে ফেলেছে বড় আকারের একদল পিঁপড়া।

প্রতিদিন তার কানের ভিতর থেকে বেরিয়ে আসছে কমপক্ষে ১০ থেকে ১৫টি পিঁপড়া।

জানা যায়, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন কোন ঘটনার কথা শোনেন নি চিকিৎসকরা । কানের ভিতর পিঁপড়ার বাসা থাকলেও ওই বালিকা এতে কোন বিরক্তি বোধ করতো না। এমন কি তার কানে ব্যাথাও অনুভূত হতো না।

এক পর্যায়ে চিকিৎসকরা বালিকাটির কান পরীক্ষা করেন ল্যাপারোস্কপিক ক্যামেরা দিয়ে। তারা কানের ভিতর পিঁপড়ার বাসা পেলেও কোন ‘রাণী পিঁপড়া’র সন্ধান পান নি।

বারবার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেও কানের ভিতর বেশ কয়েকটি পিঁপড়া হেঁটে বেড়ানোর কারণ ব্যাখ্যা করতে পারেননি তারা।

শ্রেয়ার কানের ভিতর থাকা বড় বড় পিঁপড়া তাকে কামড়ায় না, সে ব্যাথাও পায় না, তার কানে ক্ষতও হয়নি।

সূত্র: http://timesofindia.indiatimes.com

No comments :

Post a Comment