ভারতের আহমেদাবাদে বাঁশকণ্ঠ শহরের দিশা এলাকায় একটি ১২ বছর বয়সী বালিকা শ্রেয়া দর্জির কানকে নিজেদের বাসা বানিয়ে ফেলেছে বড় আকারের একদল পিঁপড়া।
প্রতিদিন তার কানের ভিতর থেকে বেরিয়ে আসছে কমপক্ষে ১০ থেকে ১৫টি পিঁপড়া।
জানা যায়, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমন কোন ঘটনার কথা শোনেন নি চিকিৎসকরা । কানের ভিতর পিঁপড়ার বাসা থাকলেও ওই বালিকা এতে কোন বিরক্তি বোধ করতো না। এমন কি তার কানে ব্যাথাও অনুভূত হতো না।
এক পর্যায়ে চিকিৎসকরা বালিকাটির কান পরীক্ষা করেন ল্যাপারোস্কপিক ক্যামেরা দিয়ে। তারা কানের ভিতর পিঁপড়ার বাসা পেলেও কোন ‘রাণী পিঁপড়া’র সন্ধান পান নি।