আস সালামু আলাইকুম ।
কেমন আছেন আপনারা ?
আশা করি ভালো আছেন ।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ Tips ।
কিছু কিছু Site আছে যেগুলু আমরা পছন্দ করি না বা চাই না যে হঠাত করে আমাদের সামনে চলে আসুক ।
অথবা এমন কিছু Site আছে যেগুলু আমরা চাই না যে সে Site গুলু আমাদের Friends রা বা অন্য কেও দেখুক ।
কিন্তু সে Site গুলু তো আর আমাদের Control এ না তাই আমরা সে Site গুলুতে কিছু করতে পারবো না কিন্তু আমাদের Browser এ কিছু কাজ করতে পারবো যেগুলুর মাধ্যমে আমাদের Select করা Site গুলুকে সকলের কাছে Hide করতে পারবো ।
আমি আজ যে Browser এর System দিবো তা হলো Firefox কারণ সাধারণত আমরা Firefox & Chorom Browser ব্যবহার করি ।
আমার পরের Post এ Chorom এর System দিবো ।
তাহলে শুরু করা যাক ।
প্রথমে দেখাচ্ছি Firefox এর System ।
Add 
প্রথমে Firefox টি Open করুণ । তারপর Tools>Add-ons এ যান অথবা Ctrl+Shift+A চাপুন । এখন যে Page আসবে সেখানে Search Box এ Block Site লিখে search করুন । দেখুন নিচের ছবিতে
এবার প্রথমে Block Site এর যে Add-on টি আসবে সেটাতে Install এ Click করুন । এবার নিচের মতো Page আসবে এখান থেকে Restart now এ Click করবেন ।
এবার Browser Restart হয়ে Add-on Page টি আসবে । যদি Add-on Page না আসে তাহলে আবার Tools এর Add-ons এ যান এবং এখান থেকে Extensions এ যান ।
তারপর Block site Add-on এর Options এ Click করুন ।
তাহলে নিচের মতো আসবে ।
দেখুন ।
এখানে Enable BlockSite, Enable warning messages & Enable link removal এ টিক দিন এবং Blacklist এর Radio button এ Click করুন ।
তারপর Add এ Click করুন ।
এবার যে Window টা আসবে সেখানে Location এ যে Site টি Block করতে চান সে Site এর Link দিন এবং Ok চাপুন ।
নিচের ছবিটি দেখুন ।
এবার আগের Page টি আসবে । এখানে দেখতে পাবেন যে আপনি যে Site টি Block করতে চাচ্ছেন তার Link ।
এবার Ok চাপুন ।
ব্যাস কাজ শেষ ।
এখন যদি সে Site টি Block থেকে Free করতে চান তাহলে Add-on এর Page এ গিয়ে Option এ Click করে Site Link টি Select করে Remove এ Click করুন তারপর Ok চাপুন ।
ব্যাস Site টি এখন আপনি Browse করতে পারবেন ।
নিচে দেখুন Video :
।।ধন্যবাদ।।
প্রথমে Firefox টি Open করুণ । তারপর Tools>Add-ons এ যান অথবা Ctrl+Shift+A চাপুন । এখন যে Page আসবে সেখানে Search Box এ Block Site লিখে search করুন । দেখুন নিচের ছবিতে
No comments :
Post a Comment