Blogger Tricks

Thursday, December 31, 2015

high pr do-follow blog list for create backlink (post-1)

Here you can find high pr blog list for create backlink. This high pr blog list is very very rare in seo case you can use it for search engine optimization. Check this list it will prove a good working back-links to your site for free of charge.

We all apperceive the accent and call of Dofollow backlinks but the botheration is that its actual difficult to get these links for your blog. Of advance there are abounding means like Guest posting, Forums, Hotlink Baiting etc to get aback links but if you are apathetic being like me and don’t wish to put some accomplishment architecture links than actuality is a account of 50+ blogs which will accord you Dofollow aback hotlink just by abrogation the comment. I apperceive there will be added websites which i absence in this account so if you apperceive a website or just wish to add your website than amuse let me apperceive by commenting below.

Note : comment system is update on every site is continued change.

Wednesday, December 30, 2015

what is seo

Search engine optimization (SEO) is the process of affecting the visibility of a website or a web page in a search engine's unpaid results—often referred to as "natural," "organic," or "earned" results. In general, the earlier (or higher ranked on the search results page), and more frequently a site appears in the search results list, the more visitors it will receive from the search engine's users. SEO may target different kinds of search, including image search, local search, video search, academic search, news search and industry-specific vertical search engines. As an Internet marketing strategy, SEO considers how search engines work, what people search for, the actual search terms or keywords typed into search engines and which search engines are preferred by their targeted audience. Optimizing a website may involve editing its content,HTML and associated coding to both increase its relevance to specific keywords and to remove barriers to the indexing activities of search engines. Promoting a site to increase the number of backlinks, or inbound links, is another SEO tactic.

Friday, December 25, 2015

দেখে নিন কিভাবে কোন Site কে আপনার Pc এর Firefox Browser এ Block করবেন [With Video](কোন Site কে আপনার Pc তে Block করার System এর ১ম পর্ব)

আস সালামু আলাইকুম । কেমন আছেন আপনারা ? আশা করি ভালো আছেন । আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ Tips । কিছু কিছু Site আছে যেগুলু আমরা পছন্দ করি না বা চাই না যে হঠাত করে আমাদের সামনে চলে আসুক । অথবা এমন কিছু Site আছে যেগুলু আমরা চাই না যে সে Site গুলু আমাদের Friends রা বা অন্য কেও দেখুক । কিন্তু সে Site গুলু তো আর আমাদের Control এ না তাই আমরা সে Site গুলুতে কিছু করতে পারবো না কিন্তু আমাদের Browser এ কিছু কাজ করতে পারবো যেগুলুর মাধ্যমে আমাদের Select করা Site গুলুকে সকলের কাছে Hide করতে পারবো । আমি আজ যে Browser এর System দিবো তা হলো Firefox কারণ সাধারণত আমরা Firefox & Chorom Browser ব্যবহার করি । আমার পরের Post এ Chorom এর System দিবো । তাহলে শুরু করা যাক । প্রথমে দেখাচ্ছি Firefox এর System । Add get payoneer mastercard with 25 dollar

Thursday, December 24, 2015

একবার windows দিয়ে আজীবন pc use করার ৩য় ও শেষ পর্ব (c-drive এ img restore করার নিয়ম)

আস সালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আজ নিয়ে আসলাম আমার Macrium Reflect নিয়ে করা তিনটি পর্বের শেষ পর্ব। এই পর্ব তারাই বুঝতে পারবেন যারা আমার আগের ২ পর্ব পড়েছেন। যদি না পরে থাকেন তাহলে পড়ে নিন। আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনাদের তৈরিকৃত img file থেকে আপনার PC কে Restore করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আপনার PC কে বন্ধ করুন। তারপর আপনার তে আপনার Bootable করা Pandrive or CD কে প্রবেশ করান। (যদি CD ব্যবহার করেন তাহলে PC বন্ধ করার আগেই প্রবেশ করাতে হবে।) এবার চালু করার সময় আপনার Pandrive or CD কে Boot করান। তাহলে নিচের ছবির মতো আসবে। Boot Pandrive or CD

Wednesday, December 23, 2015

একবার windows দিয়ে আজীবন pc use করার ২য় পর্ব (c-drive এর img করার নিয়ম )

আস সালামু আলাইকুম । আজ নিয়ে আসলাম একবার windows দিয়ে আজীবন pc use করার ২য় পর্ব ।
আজকের পর্বে থাকছে কিভাবে আপনার PC এর c-drive এর img করে রাখবেন ।
# c-drive img করার পূর্বে নিচের কয়েকটা বিষয় খেয়াল রাখবেন ।
@ PC বিশেষ করে C-drive যাতে Virus মুক্ত থাকে তা নাহলে আপনি যতবারই এটা করে থাকেন না কেনো Virus তো থেকেই যাচ্ছে ।
[এটা করার জন্য আমি একটা Tips দেই যদিও এটা সবার মনেই আসবে । সেটা হলো আপনার Pc কে একবার Windows দিন । তারপর Antivirus দিয়ে Scan করুন তাহলেই Virus মুক্ত করতে পারবেন ।] @ c-drive img করার পূর্বে আপনার প্রয়োজনীয় যে সকল Software Install করার প্রয়োজন সেগুলু Install করে নিবেন কারণ এটা একবার করে রাখলে পরবর্তীতে আর Install করতে হবে না । যেভাবে Backup করবেন পরবর্তীতে img restore করলে সেভাবেই পাবেন ।
[এটা হয়তো বুঝতে পারছেন না তাই না? এর মানে হলো যখন Windows দেন তখন বারবার সকল Software Install দেওয়া লাগে । আর এই System এ একবার Windows দিয়ে যে সকল প্রয়োজনীয় Software এবং যেগুলু Install দিতেই হবে যেমন Audio & video driver, antivirus, browser ইত্যাদি Software সেগুলু Install দিয়ে নিবেন । সব Install দেওয়া হয়ে গেলে তারপর c-drivenimg করবেন ।]
@ যে Drive এ C-drive img করে রাখবেন সেখানে অবশ্যই 10gb এর উপরে জায়গা রাখবেন । XP এর জন্য 4gb রাখলেও চলবে । তবে windows 7/8 এর জন্য অবশ্যই 10gb খালি রাখবেন ।

Tuesday, December 22, 2015

এখন থেকে একবার Windows দিয়েই আপনার PC কে সারা জীবন Use করেন

আস সালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন । আজ আপনাদের সামনে এমন একটা Tutorial নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের অনেক সময় বাচিয়ে দিবে । আচ্ছা বিস্তারিত ভাবে বলি । আমরা যারা Pc Use করি তারা সবাই জানি যে Pc তে Windows দিতে কতো সময় ব্যয় হয় এবং ধৈর্য লাগে । এই সময় অপচয় রোধ করতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের এই Tutorial । এটা একটা বিশেষ Tutorial কারণ এ সম্পর্কে তেমন ভালো Tutorial নাই । তাহলে শুরু করা যাক । এই Tutorial টা আমি ৩ ভাগে করে ৩ টি Post এ আপনাদের দিবো । ভাগ গুলু হলো : ১ কিভাবে Macrium Reflect এর Bootable Pandrive তৈরি করবেন । ২ কিভাবে আপনার PC এর c-drive এর img file তৈরি করবেন । ৩ কিভাবে আপনার PC এর c-drive এর তৈরিকৃত img file থেকে restore দিবেন । এই কাজ করার জন্য প্রথমে ২ টা কাজ করতে হবে । @ Macrium Reflect এর Bootable Pandrive অথবা CD বানাতে হবে । @ আপনার Pc এর C Drive এর img file তৈরি করতে হবে । তারপর Windows দেওয়ার মতো করে Restore করে নিতে হবে । আমি আজ Macrium Reflect Bootable Pandrive or CD বানানোর Tutorial লিখছি ।

Friday, December 4, 2015

এখন Payoneer Mastercard নিন সাথে ২৫ ডলার সহ (যাদের আসে নাই তারা এটা দেখুন এখানে বিস্তারিত ভাবে photo সহ বর্ণনা করা আছে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর একটি Tune লিখতে বসলাম। যাই হোক শুরু করি। আমরা যারা Website নিয়ে ঘাটাঘাটি করি অথবা যারা Freelancing করি তারা জানি আমাদের প্রত্যেকের একটা Master card থাকা কতো জরুরি। কারন বাংলাদেশে এখনো Paypal ভালোভাবে চালু হয় নি। আর যারা এই Mastercard এর জন্য আবেদন করি তাদের অনেকেরই Mastercard হাতে এসে পৌছায় না। তাই যদি কেউ এই Tune টি সঠিক ভাবে অনুসরন করে তাহলে অবশ্যই তার Master Card টি হাতে পাবে এবং সাথে ২৫ ডলার ফ্রি পাবে। প্রথমে নিচের Link থেকে Registration করুন। Link : Get Payoneer Master Card With 25 Dollar এই Link এ গিয়ে কিভাবে কি করবেন তা নিচে বলে দিচ্ছি।

Friday, October 16, 2015

বাংলাদেশ এবং উন্নত দেশ গুলুর মধ্যে ময়নাতদন্ত এর পার্থক্

দেখুন বাংলাদেশ এবং উন্নত দেশ গুলুর মধ্যে ময়নাতদন্ত এর পার্থক্য নিয়ে channel 24 এর তৈরি করা একটি report

get payoneer mastercard with 25$ free

Payoneer হল একটি Global Payment Solution Company । Payoneer এর Prepaid debit Mastercard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive/Pay করতে পারবেন। যেমনঃ oDesk, Elance, PPH, Amazon, Clickbank, etc.
Payoneer Mastercard এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ

@ একটি Worldwide গ্রহণযোগ্য মাস্টারকার্ড পাবেন।
@ আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
@ Online থেকে Mastercard সাপোর্ট এমন যেকোনো জায়গা থেকে যে কোনো কিছু কিনতে পারবেন।
@ US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
@ Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।

how to verify your site in to google webmaster tools

You may have seen our recent announcement of changes to the verification system in Webmaster Tools. One side effect of this change is that blogs hosted on Blogger (that haven't yet been verified) will have to use the meta tag verification method rather than the "one-click" integration from the Blogger dashboard. The "Webmaster Tools" auto-verification link from the Blogger dashboard is no longer working and will soon be removed. We're working to reinstate an automated verification approach for Blogger hosted blogs in the future, but for the time being we wanted you to be aware of the steps required to verify your Blogger blog in Webmaster Tools.

Thursday, October 15, 2015

৮৫ কিলোমিটার বেগে ছুটা সাইকেল দেখে নিন

আপনি কত দ্রুত অর্থাৎ সর্বচ্চ কত দ্রুত গতিতে বাইসাইকেল চালাতে পারেন? খুব বেসি না কিন্তু আপনি কি জানেন সম্প্রতি নতুন একটি রেকর্ড করা হয়ছে যেখানে একটি বাইসাইকেল সর্বচ্চ ৮৫.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম হয়েছে।
কাজটি করে দেখিয়েছে কানাডার একদল তরুণ গবেষক। দীর্ঘদিন গবেষণার পর তারা এমন একি বাইসাইকেল তৈরি করতে সক্ষম হয়েছে যেটা আপনি সাধারন সাইকেলের মতন প্যাডেল করেই এই গতি তুলতে পারবেন।
 নতুন এই বাইকটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দ্বারা এবং এটির ওজন ৫৫ পাউন্ডের মতন। অন্যান্য বাইকের মতন এতিতেও প্যাডেল করার ব্যবস্থা আছে। তবে প্রথম দেখাতে আপনি কখনোই এরে একটি সাইকেল বলতে পারবেন না। দেখে মনে হবে কিসের জানি একটি বাক্স।

আবার চালক যখন সাইকেলের ভেতরে প্রবেশ করে তখন বাইরে থেকে এর ধাকনা লাগিয়ে দেয়া হয় এবং চালকের দেখার সুবিদার্থে তার থিক মাথার অপরে ডিসপ্লে সেট করা আছে। বাইসাইকেলটির ডিজাইন এতোটাই অ্যারোডাইনামিক করে করা জাতে করে এই খুব দ্রুত হাওয়া কাটিয়ে জেতে পারে।
বিস্তারিত আর জানতে দেখুন তাদের সুরু থেকে রেকর্ড পর্যন্ত তৈরি করা ছোট্ট একটি ভিডিও-



হয়তো সেদিন আর বেশি দূরে নেই যেদিন সাধারন সব বাইসাইকেল গুলাও এমন গুলির বেগে ছুটতে পারবে। আপনার কি মনে হয়, এটা কি আদৌ সম্ভব?

Top 10 Bangladeshi Blogs Sites

I have a curiosity to know the top blog sites of Bangladesh. As a result i searched the web and found various rankings method about website.I found useful about ranking method which is Alexa ranking. All though it has a debate about the methods of Alexa ranking.
After all it is the reliable method which shows the top 10 Bangladeshi bangla blog sites.


1) http://techtunes.com.bd
2) http://somewhereinblog.net
3) http://tunerpage.com
4) http://amarblog.com
5) http://prothom-aloblog.com
6) http://pchelplinebd.com
7) http://rrfoundation.net
8) http://forum.projanmo.com
9) http://sachalayatan.com
10) http://earntricks.com



visit my another site http://kazimamun.wapka.mobi
*** This information was collected on dated 17-04-2013. Ranking is changeable.