আস সালামু আলাইকুম ।
কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন ।
আজ আপনাদের সামনে এমন একটা Tutorial নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের অনেক সময় বাচিয়ে দিবে ।
আচ্ছা বিস্তারিত ভাবে বলি ।
আমরা যারা Pc Use করি তারা সবাই জানি যে Pc তে Windows দিতে কতো সময় ব্যয় হয় এবং ধৈর্য লাগে ।
এই সময় অপচয় রোধ করতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের এই Tutorial ।
এটা একটা বিশেষ Tutorial কারণ এ সম্পর্কে তেমন ভালো Tutorial নাই ।
তাহলে শুরু করা যাক ।
এই Tutorial টা আমি ৩ ভাগে করে ৩ টি Post এ আপনাদের দিবো ।
ভাগ গুলু হলো :
১ কিভাবে Macrium Reflect এর Bootable Pandrive তৈরি করবেন ।
২ কিভাবে আপনার PC এর c-drive এর img file তৈরি করবেন ।
৩ কিভাবে আপনার PC এর c-drive এর তৈরিকৃত img file থেকে restore দিবেন ।
এই কাজ করার জন্য প্রথমে ২ টা কাজ করতে হবে ।
@ Macrium Reflect এর Bootable Pandrive অথবা CD বানাতে হবে ।
@ আপনার Pc এর C Drive এর img file তৈরি করতে হবে ।
তারপর Windows দেওয়ার মতো করে Restore করে নিতে হবে ।
আমি আজ Macrium Reflect Bootable Pandrive or CD বানানোর Tutorial লিখছি ।
বিশেষ ভাবে লক্ষণীয় ঃ আমরা তখনই সাধারণত PC তে Windows দেই যখন আমাদের PC Slow হয় অথবা PC এ Virus ভরে যায় । তাই যখন নতুন Windows দিবেন তখনই আপনার PC এর C-drive এর img তৈরি করবেন, এই Tutorial টি আমি পরের Post এ দিবো আজ দিচ্ছি কিভাবে আপনার pandrive or cd কে bootable macrium reflect disk তৈরি করবেন ।
আর এই System টা ব্যবহার করার সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে যখন আমরা আমাদের PC তে Windows দেই তারপর বিভিন্ন Software এবং Driver Install দেই ।
কিন্তু যখন আপনার PC এর C drive এর img একবার তৈরি করে ফেলেন এবং তারপর থেকে যখনই এটা থেকে restore করবেন তখন যে অবস্থায় আপনার PC এর C-drive এর img create করবেন আপনার PC ঠিক সে অবস্থায় ফিরে আসবে ।
এজন্য আপনাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে যে আপনার PC এর c-drive এর img create করার আগে আপনার প্রয়োজনীয় Software গুলু অবশ্যই Install দিয়ে নিবেন ।
এরপর থেকে যদি কখনো আপনার Pc hang or slow হয় তখন এখান থেকে Restore দিলে আবার পূর্বের অবস্থায় এসে যাবে যে অবস্থায় আপনি আপনার PC এর c-drive এর img তৈরি করেছিলেন ।
এই System এর জন্য আপনাদের একটি Software এর প্রয়োজন হবে যার Download Link আমি নিচে দিয়ে দিচ্ছি ।
প্রথমে নিচের Download Link থেকে Software টি Download করে নিন ।
Link : Macrium Reflect
এখানে গেলে নিচের ছবির মতো আসবে ।
এখান থেকে আপনার pc এর configure (32/64) অনুযায়ী Download করে নিন ।
এই Link থেকে Download করতে সমস্যা হলে নিচের Link থেকে Download করে নিন । এটা Macrium Reflect এর Official Website ।
Link : Macrium Reflect
আসুন এবার দেখি কিভাবে জানবেন আপনার PC এর Operating System কতো ।
এজন্যে আপনার PC এর Dakstop এর Computer Icon এ Mouse এর Cursor রেখে Left Button এ Click করুন তারপর Propertise এ যান তাহলে নিচের মতো ছবি আসবে এখানে চিহ্নিত জায়গা টাতে লক্ষ করুন তাহলে আপনার PC এর Operating System পেয়ে যাবেন ।
অথবা PC এর Control Pannel এ যান তারপর System এ Click করুন তাহলেই এই Propertise টা পেয়ে যাবেন ।
প্রথমে আপনার PC তে Pandrive or Blank CD প্রবেশ করান ।
আর এ জন্যে আপনার Pandrive অবশ্যই ntfs format এ থাকতে হবে ।
যদি ntfs format না থাকে তাহলে আপনার pandrive কে format দিন আর pandrive format দেওয়ার সময় file system ntfs করে দিন ।
এবার Macrium Reflect Sofrware টা Open করুন ।
এখন উপরে Manu bar থেকে Other Task এর Create Resque Media তে Click করুন ।
এবার নিচের মতো আসবে ।
এখান থেকে আপনি যদি Windows User হন তাহলে Windows PE 4.0 তে Click করুন আর যদি Linux User হন তাহলে Linux এ Click করুন তারপর Next এ চাপুন ।
এবার যে টা Page আসবে সেখান থেকে PE architecture এ আপনার PC এর Operating System টা Select করবেন । এতা সাধারণত Automatic নিয়ে নিবে, যদি Automatic না নেয় তাহলে Manualy ধরিয়ে দিন ।
তারপর Next এ চাপুন ।
এবার নিচের মতো একটা Dailoge Box আসবে এখান থেকে Download এ Click করুন ।
এই File টা একটু বড় তা দেখে ঘাবড়াবেন না ।
এই File টা Download করার পর, পরবর্তীতে আবার এই কাজ করার সময় আর যাতে Download করতে না হয় এমন একটা Tips দিচ্ছি ।
যখন আপনি আপনার PC এর C Drive এর img create করবেন তার আগে এই কাজ টা করে নিবেন, ফলে এই কাজ আর করা লাগবে না ।
এবার দেখুন নিচের মতো Download হবে ।
Download শেষ হলে নিচের মতো Load হবে ।
তারপর যদি নিচের মতো Dailog box আসে তাহলে Continue চাপুন । আর না আসলে তো কোন কথাই নাই ।
এবার নিচের মতো আসবে, এখান থেকে Check for unsupported devices each time the Rescue media loads তা টিক দিবেন । তারপর CD/DVD burner এ Download করা File টা Select করবেন ।
এখন USB Drive টা Seclect করে এখানে আপনার Pandrive টা Select করে দিবেন নিচের ছবির মতো ।
এখন Finish এ চাপুন ।
সব ঠিকমতো হলে নিচের মতো Dialog Box আসবে ।
এবার OK চাপুন ।
কাজ শেষ হলে আপনার Pandrive or CD এ নিচের ছবির মতো File গুলু পাবেন ।
কষ্ট করে আমার এই Tutorial টা পড়ার জন্য ধন্যবাদ ।
বাকি ২ অংশ অতি শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ্ ।
আপনাদের মতামত আশা করছি ।
আর যদি কেও কোন অংশে কিছু না বুঝতে পারেন তাহলে Comment করবেন ।
এবার OK চাপুন ।
কাজ শেষ হলে আপনার Pandrive or CD এ নিচের ছবির মতো File গুলু পাবেন ।
কষ্ট করে আমার এই Tutorial টা পড়ার জন্য ধন্যবাদ ।
বাকি ২ অংশ অতি শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ্ ।
আপনাদের মতামত আশা করছি ।
আর যদি কেও কোন অংশে কিছু না বুঝতে পারেন তাহলে Comment করবেন ।
No comments :
Post a Comment